Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারে আরও তুর্কি সেনা পৌঁছেছে

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারে তুরস্কের সামরিক ঘাঁটিতে আরও তুর্কি সেনা পৌঁছেছে। গত মঙ্গলবার কাতারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি সেনাদের পৌঁছানোর বিষয়টি জানিয়ে কাতারের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশের প্রতিরক্ষার লক্ষ্যে, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই দোহা ও আংকারার মধ্যে এই প্রতিরক্ষা সহযোগিতা। ঠিক কতজন তুর্কি সেনা কাতারের সামরিক ঘাঁটিতে অবস্থান করছে, কতজন নতুন এসে যুক্ত হয়েছে, তার সংখ্যা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। খবরে বলা হয়েছে, গত মাসে তুর্কি সংসদে কাতারে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদনের পর ঘাঁটিতে প্রথম তুর্কি সেনা আসার কথা জানানো হলো। ১৯ জুন থেকেই এই সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলছে। ২০১৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় কাতারে তুরস্কের সেনারা অবস্থান করছে। চলমান উপসাগরীয় সংকটে সউদী আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইন সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও কাতারকে সমর্থন জানিয়েছে তুরস্ক। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ