Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন লাখ ছাতা গায়েব

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মোবাইল অ্যাপসের মাধ্যমে ছাতা ভাড়া দেওয়া একটি চীনা প্রতিান অভিযোগ করেছে, তাদের তিন লাখ ছাতা গায়েব হয়ে গেছে। সাংহাই ও নানজিংসহ ১১ টি শহরের জনসমাগমপূর্ণ স্থান থেকে এসব ছাতা গায়েব হয়েছে। গত এপ্রিলে শেয়ারিং ই আমব্রেলা নামের প্রতিানটি যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে বাস ও ট্রেন স্টেশনের মতো জনসমাগমপূর্ণ স্থানগুলোতে ছাতা জমা রাখা হতো। সেখান থেকে স্মার্টফোনে একটি কোড স্ক্যান ও ১৯ ইউয়ান (২ দশমিক ১৫ পাউন্ড) জমা দেওয়ার পর গ্রাহকরা ছাতা ভাড়া নিতে পারতেন। প্রতি আধা ঘণ্টার জন্য অতিরিক্ত ভাড়া হিসেবে গ্রাহককে আধা ইউয়ান গুনতে হয়। কিন্তু প্রকল্পটি চালু করার তিন মাসের মধ্যে তিন লাখ ছাতা গায়েব হয়ে গেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ঝাও শুপিং একটি চীনা অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লোকজন সম্ভবত ছাতা তাদের বাসায় নিয়ে রেখে দিয়েছে। প্রতিানটির মূল আয় ছাতার গায়ে আাঁকা বিজ্ঞাপন থেকে বলেও জানান তিনি। ঝাও শুপিং জানান, গায়েব হওয়া ছাতার বদলে নতুন ছাতা দিতে প্রতিটিতে এখন খরচ পড়বে ৬০ ইউয়ান। তবে এরপরেও ৩০ লাখ ছাতা নতুন করে সরবরাহ কর হবে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ