Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারের অবস্থানকে যৌক্তিক বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী নেতৃত্বাধীন আরব জোটের দেয়া শর্তের বিরুদ্ধে কাতারের অবস্থানকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত মঙ্গলবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। সউদী নেতৃত্বাধীন জোটকে দেওয়া কাতারের জবাবের দিকে ইঙ্গিত করে টিলারসন বলেন, আমি মনে করি কাতার তার অবস্থান পরিষ্কার করেছে এবং এগুলোর বেশ যৌক্তিকতা রয়েছে। তিনি বলেন, আমি আশাবাদী যে সমস্যার সমাধানে আমরা বেশ কিছু অগ্রগতি অর্জন করতে পারব। সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে গত মাসের প্রথম দিকে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সউদী আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ২২ জুন অবরোধ তুলে নিতে কাতারকে ১৩ দফা শর্ত দেয়া হয়। এসব শর্তের মধ্যে ছিল, আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ এবং গাজার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসসহ আরো কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ