Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশপথে গরু আনছে কাতার

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরব ও মিত্র আরব দেশগুলোর অবরোধের মধ্যে থাকা প্রতিবেশী দেশ কাতারে বিমানযোগে গরু নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, দুধের সরবরাহ অব্যাহত রাখতে জার্মানি থেকে চার হাজার হোলস্টাইন জাতের গরু আমদানি করছে কাতার। এর প্রথম চালানে ১৬৫টি গরু দেশটির রাজধানী দোহায় পৌঁছেছে। গত মঙ্গলবার কাতার এয়ারওয়েজের এটি কার্গো বিমানে করে গরুগুলো বুদাপেস্ট হয়ে দোহা পৌঁছায়। গরুগুলোকে নতুনভাবে তৈরি করা একটি ডেয়ারি ফার্মে নিয়ে যাওয়া হয়েছে। কাতারের ফার্ম পাওয়ার ইন্টারন্যাশনাল গরুগুলো আমদানি করেছে। সবগুলো গরু নিয়ে যাওয়ার পর সেগুলোর মাধ্যমে দেশটির চাহিদার ৩০ শতাংশ দুর্ধ সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন ফার্মটির চেয়ারম্যান মৌতাজ আল খাইয়াত। সউদী আরবের সঙ্গে স্থল সীমান্ত থাকা তিনদিকে সাগর বেষ্টিত দেশ কাতারের বিরুদ্ধে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর আকাশ, সাগর ও স্থল পথে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে। জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগ তুলে ওই চারটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে, যে অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটি তার ২৭ লাখ বাসিন্দার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমদানির ওপর নির্ভরশীল। প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞা জারির আগে কাতারের বাজারে যে সব ডেয়ারি পণ্য পাওয়া যেত তা স্থলপথে সউদী আরব হয়ে দেশটিতে প্রবেশ করত। অবরোধের মধ্যে দেশটি নতুন বাণিজ্য পথে খাদ্যপণ্য আমদানির উদ্যোগ নিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ