মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পালিয়ে যেতে পারেন আশঙ্কায় অর্থপাচারের অভিযোগে বিচারের মুখে থাকা পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রীকে বিচার শুরুর আগেই ১৮ মাসে জেলে রাখার আবেদন করেছেন দেশটির এক সরকারি কৌঁসুলি। হুমালা ও তার স্ত্রী যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য গত মঙ্গলবার জার্মান জুয়ারেজ নামের অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওই তদন্তকারী কৌঁসুলি এই আবেদন করেন। অ্যাটর্নি জেনারেলের অফিসে লিখিত আবেদনে জুয়ারেজ বলেন, তার কাছে প্রমাণ আছে হুমালা দম্পতি ব্রাজিলের নির্মাণ প্রতিান অডেব্রেখট ও ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাবেজের কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছিলেন। এসব অর্থ হুমালা তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার এবং ব্যক্তিগত লাভের কাজে ব্যবহার করেছিলেন বলেও জুয়ারেজ অভিযোগ করেন। ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির অনুরোধে ২০১১ সালের নির্বাচনী প্রচারের সময় অডেব্রেখট হুমালাকে ৩০ লাখ ডলার পাঠিয়েছিল বলে কোম্পানিটির দুই শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন বলে এই তদন্ত কর্মকর্তার দাবি। ওই অর্থই দুর্নীতির নমুনা,বলেন জুয়ারেজ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।