Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরীপুরে স্বামী-স্ত্রীর লড়াই

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত ২য় ধাপে গৌরীপুর উপজেলার ইউপি নির্বাচনে এবার গৌরীপুরে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। নির্বাচনী হালচালে জানা গেছে প্রতিপক্ষ দলীয় প্রার্থীকে ঘায়েল করতে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থী নিজে মনোনয়ন জমা দিয়ে আবার স্ত্রীকে দিয়ে অপর আরেকটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাত কাটে এক ঘরেই। সকালে উঠেই দু’জন দু’দিকে ব্যস্ত হয়ে পড়েন নিজেদের নির্বাচনী প্রচারণায়। স্বামী-স্ত্রী দুজনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন ময়মনসিংহের গৌরীপুরের মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে একটি অচিন্তপুর। এই ইউনিয়ন থেকে ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে একই পদে স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা মনোনয়নপত্র দাখিল করায় ওই দম্পতি সারা উপজেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দলীয় সমর্থন চেয়ে ব্যর্থ হলেও নির্বাচনের মাঠে থাকার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটারদের কাছে গিয়ে তার পক্ষে ভোট চেয়ে প্রচারণাও চালাচ্ছেন। শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তিন কন্যা আর এক পুত্র সন্তানের জননী রেবেকা সুলতানা এবার নিজের জনপ্রিয়তা আর ভোটারদের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্বামী-স্ত্রী দুজনেই ভোট চেয়ে বেড়াচ্ছেন। দু’জনেই জয়ের ব্যপারে আশাবাদী। চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা বলেন, ইউপি সদস্য হয়ে মানুষের সেবা করায় ভোটাররা তাকে সাহস যুগিয়েছেন। জনকল্যাণে কাজ করায় করায় ভোটাররা তাকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী। স্বামী-স্ত্রী দু’জনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই।’ মো. শফিকুল ইসলাম বলেন, তৃণমূল থেকে তাকে মনোনীত করা হলেও অজ্ঞাত কারণে তিনি ধাণের শীষ প্রতীক পাননি। ওই অবস্থায় তিনি স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তার স্ত্রী বর্তমান সংরক্ষিত ইউপি সদস্যও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দু’জনে আলোচনা স্বাপেক্ষে একই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। আগামী ৩১ মার্চ গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অচিন্তপুুর ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার নয়জন ও নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৬০৮জন। স্বামী-স্ত্রী দু’জন চেয়ারম্যান পদে মাঠে নামায় ওই ইউনিয়নসহ সারা উপজেলায় চালছে নানা আলোচনা-সমালোচনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৌরীপুরে স্বামী-স্ত্রীর লড়াই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ