নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বলার মত রান করতে পারেননি বলতে গেলে কেউই। তবে বেশ ক’জনের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে আড়াইশর্ধো সংগ্রহের যে পুঁজি জমা হয় তাই-ই জয়ের জন্য প্রতিপক্ষের কাছে পাহাড়সম বানিয়ে ফেললেন সাইফ উদ্দিন-আবুল হাসানরা। অস্ট্রেলিয়া সফরে শেষ একদিনের ম্যাচেও নর্দান টেরিটরির (এনটি) বিপক্ষে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল জিতল ১৪১ রানের বড় ব্যবধানে।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ২৫৯ রান তুলছিল এইচপি। জবাবে আমন্ত্রিত একাদশ গুটিয়ে যায় ১১৮ রানেই। এ নিয়ে অস্ট্রেলিয়া সফরে পাঁচটি একদিনের ম্যাচেই জিতল এইচপি দল। শুরুটা হয়েছিল ১ উইকেটের কষ্টের জয় দিয়ে।
আগের ম্যাচে অপরাজিত ৭২ রান করা অধিনায়ক লিটন দাস এদিন ফেরেন ১২ রানেই। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত আউট প্রথম বলেই। শুরুতে দ্রæত রান করার কাজটি এদিন করেন এনামুল হক। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান এদিন ৫টি চার ও ৩ ছক্কায় করেন ৫১ বলে ৫৩। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তাসামুল হক ও ইরফান শুক্কুর। দুজনই ফেরেন ৪৬ রান করে। ছয়ে নেমে ইমতিয়াজ হোসেন করেন ৩৯ বলে ৩৯। লোয়ার মিডল অর্ডারে সাইফ উদিন, তানবীর হায়দার, আবুল হাসান এদিন রান পাননি। তবে দশে নেমে ২১ বলে ৩৫ করে দলের রান আড়াইশ ছাড়িয়ে নিয়ে যান আবু হায়দার।
আবু হায়দার পরে বল হাতে উইকেট পাননি। তবে নতুন বলে তার সঙ্গী আবু জায়েদ নেন দুটি উইকেট। আর আবুল হাসান ও সাইফ উদ্দিন তো গোটা সফরেই বল হাতে দারুণ ধারাবাহিক। ৫ ওভার বোলিং করেই ৩ উইকেট নেন আবুল হাসান, ৪ ওভারে সাইফও নেন তিনটি। আগামীকাল থেকে একই ভেন্যুতে তিন দিনের ম্যাচ দিয়ে শেষ হবে এইচপি দলের অস্ট্রেলিয়া সফর।
বিসিবি এইচপি : ৪৮.৩ ওভারে ২৫৯ (লিটন ১২, এনামুল ৫৩, শুক্কুর ৪৬, তাসামুল ৪৬, ইমতিয়াজ ৩৯, সাইফ উদ্দিন ৩, তানবীর ৫, রাজু ২, আবু হায়দার ৩৫, জুবায়ের ৮*; বিকন ২/৩২, ম্যাককেল ২/২৭, গ্রেগরি ১/৩৩, ও’কনেল ১/৬২, ডয়েল ৩/৪৫)।
এনটি একাদশ : ৩১.৪ ওভারে ১১৮ (হল্ট ১৫, গ্রেগরি ৪, ওয়াহ ১৩, হ্যাকনি ১৫*, ফ্রিম্যান ২৯, ডেভ ৯; আবু হায়দার ০/১৭, আবু জায়েদ ২/১৫, আবুল হাসান ৩/২০, সাইফ উদ্দিন ৩/১৩, জুবায়ের ১/২৭, তানবীর ১/২২)।
ফল : বিসিবি এইচপি ১৪১ রানে জয়ী। সিরিজ : ৫ ম্যাচে বিসিবি এইচপি ৫-০ তে জয়ী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।