Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ দেশে ফিরছেন তামিম

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল যখন মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তখন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বø্যাস্ট মাতাতে ইংল্যান্ডে তামিম ইকবাল। ইতোমধ্যে একটি ম্যাচও খেলে ফেলেছেন। কিন্তু এই এক ম্যাচেই শেষ হচ্ছে টাইগার ওপেনারের ইংল্যান্ড অভিযান। ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছেন এসেক্সে খেলতে যাওয়া এই ড্যাশিং ব্যাটসম্যান।
গতকাল বিকেলে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টা নিশ্চিত করে এসেক্স। সেখানে বলা হয়, ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকেই আর দলের সঙ্গে নেই তামিম। এই সময়ে তামিমের ‘প্রাইভেসি’ রক্ষা করতেও অনুরোধ জানানো হয়েছে কাউন্টি দলটির পক্ষ থেকে।
তামিমের ঘনিষ্ঠ একটি সূত্রও জানিয়েছেন একই কথা। খুবই ব্যক্তিগত এবং জরুরি প্রয়োজনে এসেক্স থেকে ফিরছেন তামিম। দেশে ফিরবেন যত দ্রæত সম্ভব। এই সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বø্যাস্টে খেলতে গত শনিবার ইংল্যান্ড যান তামিম। পরদিন এসেক্স অভিষেকে কেন্টের বিপক্ষে আউট হন ৭ রানে।
কাউন্টি দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় মৌসুম। পুরো জুলাই মাসই খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তামিম। এর আগে ২০১১ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ সেরা এই ব্যাটসম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ