Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারে শুরু ওর্ড অধ্যায়!

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ও বয়সভিত্তিক দলের প্রধান কোচ হিসেবে তিন মিশনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে গত ৭ জুন চুক্তিতে আবদ্ধ হলেন ইংল্যান্ডের বংশদ্ভুত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। নতুন কোচের দায়িত্ব পেয়ে বাফুফেকে ভরসা দিয়েছিলেন কোচ ওর্ডও। কিন্তু শুরুটা তার ভাল হলো না। ফিলিস্তিনে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। তার আগেই বিদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। গতকাল কাঠমান্ডুর আনফা একাডেমির কৃত্রিম মাঠে নেপাল অনুর্ধ্ব-২৩ দল ১-০ গোলে হারায় বাংলাদেশকে। বিজয়ীদের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক বিমল ঘাড়তি মাগার।
স্বাগতিকদের বিপক্ষে নিজ দলের হার হয়তো আঁচ করতে পেরেছিলেন বাংলাদেশ কোচ অ্যান্ড্রু ওর্ড। তাই তো ম্যাচের আগের বিকালে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন,‘নেপাল কঠিন প্রতিপক্ষ।’ ভিডিওতে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের দু’টি ম্যাচ দেখেই ওদের শক্তি পরিমাপ করেছিলেন এই অস্ট্রেলিয়ান। আর নেপালিরা মাঠে প্রমাণ করে দেখালো বাংলাদেশের চেয়ে কতটা শক্তিশালী তারা। বাংলাদেশ ফুটবলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর এটাই ওর্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু হারেই অভিষেক হলো নতুন এই কোচের বাংলাদেশ মিশন। ফিলিস্তিন মিশন শুরুর আগে নেপাল ও কাতারের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। প্রথমটি নেপালের কাছে হেরে যাওয়ায় কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ দল। কারণ এএফসি মিশনে নামার আগে যদি প্রস্তুতি ম্যাচে ভাল কিছু করা যায় তাহলে ফিলিস্তিনের শুরুটা সুখকর আশা করছেন দেশের ফুটবলবোদ্ধারা। আগামীকাল দোহায় কাতার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর কাতারেই দু’দিন অনুশীলন করে ফিলিস্তিন যাবে লাল-সবুজরা। কাল নেপালের বিপক্ষে ম্যাচে দেখা গেছে বাংলাদেশের যুবাদের চেয়ে বলের নিয়ন্ত্রণ, পাসিং, রিসিভিং সব বিভাগেই এগিয়েছিল স্বাগতিকরাই। ম্যাচের জয়সুচক গোলটি পায় ১৯ মিনিটে নেপাল। এসময় বাংলাদেশের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন স্বাগতিক অধিনায়ক বিমল ঘাড়তি মাগার (১-০)। অবশ্য গোল হজম করার পর কিছু সময় প্রাধান্য বিস্তার করে খেললেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। তবে ৩৮ মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন ফরোয়ার্ড জাফর ইকবাল। বাম দিক দিয়ে ঢুকে তিনি নিঁখুত ক্রস দিয়েছিলেন নেপালের গোলমুখে। কিন্তু বাংলাদেশের একাধিক ফরোয়ার্ড সেখানে থাকলেও কেউ বলের কাছাকাছি যেতে পারেননি। ফলে সমতায় ফেরার সুযোগ হারায় তারা। হারের ব্যবধানটা দ্বিগুণ হতে পারত। ইনজুরি সময়ে স্বাগতিকরা ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায়। তাদের ফরোর্য়্ডা অঞ্জন বাংলাদেশ গোলরক্ষককে একা পেয়েও বাইরে শট মারেন। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেপালী যুবারা। নেপালের বিপক্ষে এ ম্যাচটিকে আন্তর্জাতিক টায়ার টুয়ের মর্যাদা দিয়েছে ফিফা। ফলে গত বছরের অক্টোবরে ভুটানের বিপক্ষে জাতীয় দলের হারের পর এটাই বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ