Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিনহোর গ্রাস কেড়ে নিলেন আনচেলত্তি

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জিদানের ইচ্ছা ছিল বার্নাব্যুতে তাকে ধরে রাখার। থেকে যাওয়ার ইচ্ছা ছিল হামেস রদ্রিগুয়েজেরও। কিন্তু শেষ পর্যন্তু তাকে এমনভাবে রিয়াল ছাড়তে হলো যার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না তিনি নিজেও। রিয়ালের দাবিকৃত ৭০ মিলিয়ন পাউন্ডের সম্ভাব্য ক্রেতাও হয়তো মিলত। সেই তালিকায় সবার উপরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। কিন্তু হোসে মরিনহোর মুখের খাবার কেড়ে নিয়ে দুই বছরের চুক্তিতে রদ্রিগুয়েজকে বায়ার্ন মিউনিখে ভিড়িয়েছেন কার্লো আনচেলত্তি। বিষয়টি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বায়ার্ন, ‘দুই ক্লবই সম্মত হয়েছে ৩০ জুন, ২০১৯ সাল পর্যন্ত দুই বছরের ধারের চুক্তিতে। এফসি বায়ার্ন মিউনিখের জন্য কিনে নেয়ার একটা সুযোগও রাখা হয়েছে।’
জার্মান গনমাধ্যমের বরাত দিয়ে ডেইলি এক্সপ্রেস জানায়, চুক্তি অনুযায়ী জার্মান চ্যাম্পিয়নদের এজন্য পরিশোধ করতে হচ্ছে ৮.৮ মিলিয়ন পাউন্ড। ২০১৯ সালে ৩০.৯ মিলিয়ন পাউন্ডে কিনে নেওয়ার একটা রাস্তাও খোলা রাথা হয়েছে চুক্তিতে।
২০১৪ সালে ৭১ মিলিয়ন পাউন্ডে মোনাকো থেকে রিয়াল যোগ দেন রদ্রিগুয়েজ। চলতি মৌসুমেই রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তিপত্রে নতুনভাবে সাক্ষর করেছেন ২৫ বছর বয়সী। ইউনাইটেড ছাড়াও রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং মিডফিল্ডারের প্রতি আগ্রহী ছিল চেলসি ও ইন্টার মিলানও। রিয়ালের হয়ে ১১১ ম্যাচে ৩৬টি গোল ও ৪১টি গোলে সহায়তা করেছেন রদ্রিগুয়েজ। গেল মৌসুমে তিনি লা লিগায় জিদানের দলের হয়ে ২২টি ম্যাচ খেলার সুযোগ পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ