Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাডমিন্টন খেলোয়াড় বাছাই

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের পুনেতে আগামী ৩১ আগস্ট শুরু হবে ইউনেক্স-সানরাইজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুনিয়র গ্রান্ড পিক্স ব্যাডমিন্টন। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ আসরে বাংলাদেশ জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন দল অংশ নেবে। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন খেলোয়াড় বাছাই করবে (বালক-বালিকা)। ১৪ ও ১৫ জুলাই শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা হতে ১৭ জন বালক ও বালিকা শাটলাররা অংশ নিবেন।
বালক : মোস্তফা মহসিন অনিক (কুষ্টিয়া),হামিদুর রহমান তুহিন (পাবনা), আল আমিন জুমার (বি বাড়িয়া), আসাদুল্লাহ আল গালিব মারুফ (রাজশাহী), শামীম রাইহান রবিন (বগুড়া), রাইহান হাওলাদার (সাতক্ষিরা), আব্দুল্লাহ হাই কাফি (রাজশাহী), মোঃ মেহেরাব হাসান টুটুল (কুষ্টিয়া), এস.এম. সিবগাতুল্লাহ (চট্টগ্রাম), হানিফ মোহাম্মদ (সিলেট), মঙ্গল সিংহ (সিলেট) ও রওনক নবি প্রিয় (দিনাজপুর)।
বালিকা : সানজিদা ইয়াসমিন প্রিয়া (পাবনা), সামসুন নাহার (চট্টগ্রাম), কনিকা দাস (পটুয়াখালী), ফাতেমা খাতুন (যশোর) ও উর্মি আক্তার (খুলনা)। শাটলারদের যথা সময়ে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উপস্থিত থাকতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ