Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ পাইলট অক্ষত চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা সোয়া ২টায় এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানের পাইলটসহ দুই আরোহি প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান ইনকিলাবকে বলেন, থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বড় হাতিয়া ফরিদারঘোনা দুর্গম পাহাড়ের পাদদেশে প্রশিক্ষণ বিমানটি বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন এসময় বিমানে আগুন ধরে যায়। তবে তার আগেই দুই আরোহি নিরাপদে অবতরণ করেন।
দুর্ঘটনার কিছু সময় পর নগরীর পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে হেলিকপ্টারযোগে উদ্ধারকারী টিম সেখানে পৌঁছে এবং দুই আরোহিকে নিয়ে যায়। জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। তারা হলেন- উইং কমান্ডার কামরুল ও স্কোয়াড্রন লিডার নাজমুল। বিমানটিতে ত্রæটি দেখা দিলে তারা দু’জনেই প্যারাসুট দিয়ে নেমে আসেন।
ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বাংলাদেশ বিমানবাহিনীতে রাশিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াকভলেভ ইয়াক-১৩০ এর প্রথম কমিশনিং হয় ২০১৫ সালে। তিন হাজার কিলোগ্রাম গোলাবারুদ বহনে সক্ষম এই উড়োজাহাজ প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশ প্রতিরক্ষা, প্রয়োজনে আক্রমণেও ব্যবহার করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ