Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশকে মারধর ২ ছাত্রলীগ নেতা রিমান্ডে

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ডিবি পুলিশের এক কর্মকর্তাকে মেরে হাসপাতালে পাঠানোর ঘটনায় নগর ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতারের পর গতকাল (মঙ্গলবার) রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন- মহানগর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মনির চৌধুরী (২৭) ও তার সহযোগী ছাত্রলীগ নেতা মোঃ আমীর হোসেন (২৩)।
তাদের হামলায় গুরুতর আহত গোয়েন্দা পুলিশের এএসআই সাদেক হোসেন বাদি হয়ে ওই দুইজনের বিরুদ্ধে সোমবার রাতে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার নগরীর রূপালি আবাসিক এলাকার বাসিন্দা মোঃ দিদার বাদি হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে। চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদের আদালতে চালান দেয়া হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মোঃ সাহাবুদ্দিন খান বলেন, ওই দু’টি মামলায় তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মাসুদ পারভেজ প্রত্যেককে দু’দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। সোমবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রূপালি আবাসিক এলাকার বাসিন্দা মো. দিদার ছাত্রলীগ নেতা মনিরের এক আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেন। রাত ৯টার দিকে মনির ওই টাকা আদায়ের জন্য কথা বলতে দিদারের বাসায় যান। সেখানে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দিদারের পরিবারের সদস্যরা থানায় ফোন করে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই থানায় আসতে বলে। কিন্তু দিদারের লোকজন পুলিশের উপস্থিতিতে ডাকাত বলে চিৎকার করতে থাকে। তখন মনির তার কিছু অনুসারীকে সেখানে ডেকে আনে।
হট্টগোলের শব্দ শুনে একই এলাকার বাসিন্দা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই সাদেক সেখানে ছুটে যান। তিনি ঘটনা সম্পর্কে জানতে চাইলে মনিরের লোকজন তাকে মারধর করে। পরে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করে থানায় আনা হয়। তাদের হামলায় সাদেক গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ