Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার পিচ ইয়াবাসহ মাসুদ রানা (২৪) ও তার স্ত্রী মোছা. রুবনা আক্তারকে (২২) আটক করেছে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তাদের আটক করা হয়। কিন্তু আটকের বিষয়টি থানা পুলিশ অজ্ঞাত কারণে গোপন রাখায় মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি জানতে পারে স্থানীয় সাংবাদিকরা। আটক মাসুদ রানা পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী পরিতোষ কুমার সরকার জানান, আটক মাসুদ রানা ও তার স্ত্রী রুবনা আক্তারসহ ৫-৬ জন মাদক বিক্রেতা গত মঙ্গলবার সকালে ইয়াবাসহ শহরের চারমাথার সিএনজি স্ট্যান্ড এলাকায় অপেক্ষায় করছিল। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে মাসুদ রানার পড়নের ফুলপ্যান্টের পকেট থেকে সাদা টিস্যু জাতীয় কাগজ ও পলিথিন দ্বারা মোড়ানো ২০০০ পিচ ইয়াবা ও রুবনার কাছে থাকা ভেনিটি ব্যাগ থেকে আরও ২০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ইয়াবাসহ আটকের বিষয়টি গোপন করার চেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনায় আটক মাসুদ রানা ও তার স্ত্রী রুবনার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্যে প্রায় ২০ লক্ষ টাকা। গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ দম্পতি আটক

১০ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ