Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিজিসিসি ভেঙে যেতে পারে : ইইউ

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কাতার সঙ্কট নিরসনের জন্য কুয়েতের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন
ইনকিলাব ডেস্ক : পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর মধ্যকার দ্ব›দ্বকে কেন্দ্র করে সংস্থাটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবরে বলা হয়, গত সোমবার ব্রাসেলসে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, চলমান উত্তেজনা থেকে বের না হতে পারার কারণে পিজিসিসি ভেঙে যেতে পারে এবং বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন চিন্তিত। অবশ্য, চলমান সংকট নিরসনের জন্য কুয়েতের নেয়া উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, কুয়েতের এ উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান হওয়া উচিত। সন্ত্রাসবাদের প্রতি সমর্থনসহ কয়েকটি অভিযোগ এনে সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সউদী আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। তবে সংস্থার অন্য দুই সদস্য কুয়েত এবং ওমান নিরপেক্ষ অবস্থান নিয়েছে। পিজিসিসি’র বাইরে আরেক দেশ মিসরও সউদী আরবের সঙ্গে জোট বেঁধে কাতারের বিরুদ্ধে প্রথম থেকেই অবস্থান নিয়েছে। তবে সংস্থার একমাত্র দেশ কাতার সউদী নেতৃত্বাধীন দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের চাপের মুখে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ