মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জি-২০ সম্মেলনে বাবার আসনে ইভাঙ্কা ট্রাম্পের বসা নিয়ে এবার টুইটারে তর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট ডটার চেলসি ক্লিনটন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়ের পক্ষে বলতে গিয়ে সোমবার টুইটারে এই তর্কের অবতারণা করেন। টুইটে ট্রাম্প জি-২০ সম্মেলনে তার চেয়ারে মেয়েকে বসানোর বিষয়টিকে খুবই উপযুক্ত সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে বলেন, একই কাজ যদি হিলারি ক্লিনটনের হয়ে তার মেয়ে চেলসি করত, তাহলে সংবাদমাধ্যমগুলো বিষয়টি অন্যভাবে নিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যের জবাবে পাল্টা টুইটে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি বলেছেন, তারা বাবা-মা কখনোই তাকে অমন কাজ করতে বলতেন না। হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের সম্মেলনের শেষদিন এক বৈঠকে কিছু সময়ের জন্য ট্রাম্পের চেয়ারে বসে সমালোচনার মুখে পড়েন তার মেয়ে ও অবৈতনিক উপদেষ্টা ইভাঙ্কা। ওই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের দুর্নীতির নমুনা হিসেবে তুলে ধরছে ডেমোক্রেটরা। তারা ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির পুরনো অভিযোগও সামনে এনেছে। দুই দিন পর ওই ঘটনা নিয়ে মুখ খোলেন ট্রাম্প; বলেন, মেয়েকে তিনিই তার আসনে বসতে বলেছেন। যখন আমি জাপান এবং অন্যান্য দেশের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের জন্য সম্মেলন কক্ষ ছেড়ে যাই, তখন ইভাঙ্কাকে আমার আসনে বসতে বলি। এটি ছিল খুবই উপযুক্ত সিদ্ধান্ত। আঙ্গেলা মারকেলও এর সঙ্গে একমত, টুইটারে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।