Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোশত ব্যবসায়ীদের স্বস্তি অস্বস্তিতে ভারত সরকার

পশু কেনাবেচায় সরকারের নিষেধাজ্ঞা সুপ্রিমকোর্টে স্থগিত

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গবাদি পশুর গোশত কেনাবেচায় ভারতের কেন্দ্রীয় সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা ৩ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিমকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের রায়কে বহাল রেখে শীর্ষ আদালত জানায়, এই নিষেধাজ্ঞা চালু করা হচ্ছে না বলে জানিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিতে হবে। সুপ্রিমকোর্টের এই রায়ে অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার, তবে কিছুটা স্বস্তি পেলেন গোশত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, ২৩ মে গবাদি পশুর গোশত কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। এর এক সপ্তাহ পরেই মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ওই নির্দেশে ৪ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি মাদুরাইয়ের সমাজকর্মী তথা আইনজীবী এস সেলভাগোমাতির পিটিশনের জবাব দিতে নির্দেশ দেয়া হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ও তামিলনাড়ু সরকারকে। মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, যেহেতু হাইকোর্ট গবাদি পশু নিয়ে নতুন নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, তাই এখনই তা বলবৎ করতে চায় না শীর্ষ আদালত। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজ্যের বাজারে শনাক্তকরণ ও বিজ্ঞপ্তি জারি করতেই ৩ সপ্তাহ সময় লেগে যাবে। তার আগে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে না। কেন্দ্র এমনটা দাবি করলেও, শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ তুলতে রাজি হয়নি। টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • রিফাত ১২ জুলাই, ২০১৭, ১:২৯ এএম says : 0
    এটা নিয়ে ওরা যে কি শুরু করলো ?
    Total Reply(0) Reply
  • harun-ur-rashid ১২ জুলাই, ২০১৭, ১:৩২ পিএম says : 0
    .................. Only neutral thinking could solve the problem.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ