মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানলের তীব্রতায় কয়েক ডজন ভবন ঘরবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে উপদ্রæত এলাকায় সামরিক বাহিনীর বিমান পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তপ্ত আবহাওয়ার কারণে এরইমধ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নিনির্বাপণে কাজ করছেন প্রায় এক হাজার প্রাদেশিক অগ্নিনির্বাপন কর্মী। এছাড়া অন্যান্য রাজ্য থেকে সেখানে হাজির হয়েছেন প্রায় ৩০০ অগ্নিনির্বাপন কর্মী। তবে আগুনের তীব্রতার ফলে এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেড়ে যাওয়ায় সেখানে বেশিক্ষণ অবস্থান করা যাচ্ছে না। দাবানলের কারণে গৃহহীন মানুষদের ঘর নির্মাণে আর্থিক সহায়তার প্রতিশ্রæতি দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। রবিবার প্রাদেশিক এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে কানাডিয়ান রেডক্রস। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে উপদ্রæত এলাকার ৪০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। তবে এর অধিকাংশই ঘটেছে গত কয়েকদিনে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।