Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন আমদানি নিষিদ্ধ

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ড্রোন আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এমিরেটস অথরিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড মেট্রোলজির (ইএসএমএ) কনফরমিটি বিভাগের পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চলতি বছরের মে মাসে ইএসএমএ-বিষয়ক নতুন মানদন্ড অনুমোদন করে যেখানে ড্রোনের মতো অনুল্লিখিত আকাশচারী যান (ইউএভিএস) চলাচলে নজরদারি ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে ইএসএমএর পরিচালক এসা আল হাশেমি বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের নতুন মানদন্ডগুলো কার্যকর হবে, যেখানে সব ড্রোনের একটি স্বতন্ত্র সিরিয়াল নাম্বার থাকার কথা বলা হয়েছে। যদি আরোপিত শর্ত পূরণ করা না হয় তবে এর পর থেকে কোনো ড্রোন আমাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না। নতুন মানদন্ড অনুযায়ী, বিনোদন ও বাণিজ্যিক কাজে ব্যবহূত ড্রোনগুলোর জন্য কোনো ভিডিও বা ভয়েস রেকর্ডিং সুবিধা থাকবে না। এছাড়া তাদের ভৌগোলিক অবস্থান ট্র্যাক করার জন্য একটি সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাশেমি বলেন, আমরা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির অনুমতি ব্যতীত কেউ এ পণ্যটি বাজারে আনতে পারবে না। গবেষণা এবং উন্নয়নের পাশাপাশি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহূত সব ধরনের ড্রোন নতুন এ মানদন্ডের মধ্যে পড়বে বলে জানান তিনি। অ্যারাবিয়ান বিজনেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ