Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে কলেরা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে দেশটি। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি গত সোমবার এ ঘোষণা দিয়েছে। এপ্রিল মাস থেকে ইয়েমেনে কলেরার প্রকোপ দেখা দেয় এবং ক্রমেই প্রাণঘাতী রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টুইটার বার্তায় আইআরসি বলেছে, বর্তমানে দেশটিতে তিন লাখের বেশি মানুষ সন্দেহজনক কলেরায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া, কলেরায় এক হাজার ছয়শ’র বেশি মানুষ অকালে মারা গেছে। দেশটিতে দৈনিক সাত হাজারের বেশি মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছে বলে জানান আইসিআরসির মধ্যপ্রাচ্যের অপারেশন প্রধান রবার্ট মারদিনি। এ ঘটনা রাজধানী সানা ও আশেপাশের তিনটি এলাকায় ঘটছে বলে জানান তিনি। এদিকে, মাত্র দু’দিন আগে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, সউদী আরবের নেতৃত্বে আরব সামরিক জোট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার কারণেই সেদেশে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ