Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হচ্ছে। আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেবেন। তিনি ছাড়াও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার অধ্যক্ষ। রবীন্দ্রশিক্ষাকে সারা দেশে ছড়িয়ে দিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেছেন সুরের ধারা সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান। তার উদ্যোগে ২০১১ সালে প্রকাশ করা হয়েছিল বাংলাদেশের প্রথম রবীন্দ্র সংগ্রহশালা শ্রুতি গীতবিতান। এসব কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ