মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের ক্রাবি প্রদেশে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ আট জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। তদন্ত কর্মকর্তারাদের ধারণা ব্যক্তিগত দ্ব›েদ্বর জেরে এই হত্যাকান্ড ঘটে। পুলিশ জানায়, ছয় থেকে সাত সদস্যদের একটি চক্র গত সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে একটি বাড়িতে ঢুকে এই হামলা চালায়। হামলার সময় বাড়ির মালিক বাইরে ছিলো। হামলাকারীরা ১০ ব্যক্তিকে জিম্মি করে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে।
আউ রূয়েক জেলার প্রধান কর্মকর্তা চিউউত বুয়াথং বলেন, রাত আটটার দিকে বাড়ির মালিক এলে বন্দুকধারীরা সকলের চোখ ও হাত বেঁধে গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। হাসপাতালে আরো দু’জন মারা যায়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।