Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানীর মামলায় ক্রিকেট কোচ মিঠুকে কারাগারে প্রেরণ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ২:৫২ পিএম

প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নের মামলার আসামী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু আজ দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্ম সমর্পণ করে জামিনের আবেদন করা হয়। ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল জামিন আবেদন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
এদিকে মিঠুর আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় বেড়ে যায়। পরে পুলিশের কড়া প্রহরায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে মিঠু মোটর সাইকেল যোগে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়।
যৌন নিপীড়ন ঘটনার এক মাস ৮ দিন পর ৮ জুলাই ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু’র বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ দণ্ড বিধি ধারায় মামলাটি দায়ের করেন প্রমীলা ক্রিকেটারের পিতা এসএস নুরুজ্জামান।
উল্লেখ্য প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানিকে কেন্দ্র করে দিনাজপুরের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোচ মিঠু’র শাস্তির দাবীতে গঠন করা হয় নারী নির্যাতন প্রতিরোধ জোট। জোটের পক্ষে দ্বিতীয় দফায় স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে হুমকিসহ অসৌজন্যমূলক আচরণের অভিযোগে প্রশাসন কর্তৃক মামলা দায়েরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ