রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলা সংবাদদাতা
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোটা বৈদ্যুতিক বিল বকেয়া রেখে তথ্য গোপন করে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. মামুন চোকদার নির্বাচন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিপক্ষ আবদুল আলীম দর্জি গত মঙ্গলবার মাদারীপুর জেলা নির্বাচন অফিসারের বরাবরে এক লিখিত অভিযোগ করেছে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, মামুন চোকদার গত ডিসেম্বর থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার পিতা, স্ত্রী ও নিজের নামে বৈদ্যুতিক মিটারের প্রায় ৪০হাজার টাকার বিল বকেয়া রয়েছে। জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন বলেন, মামুন চোকদার বৈদ্যুতিক বিল বকেয়া রেখে সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের কাছে তথ্য গোপন করে তার মনোনয়নপত্র বৈধ বলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের নিকট কাগজপত্র রিকুইজিশনসহ তদন্ত প্রতিবেদন তলব করেছি এবং প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নোটিশ প্রদান করে ১০ মার্চ শুনানীর জন্য দিন ধার্য করেছি। অভিযোগ প্রমাণিত হলে মামুন চোকদারের প্রার্থিতা বাতিল হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।