নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। কিন্তু ইন্ডিয়া সুপার লিগের (আইএসএল) কারণে তা পাঁচ মাস পিছিয়ে দেয়া হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) টুর্নামেন্টের নতুন সময় নির্ধারণ করেছিল আগামী বছরের ১ থেকে ১২ মে পর্যন্ত। কিন্তু টুর্নামেন্টের মার্কেটিং এজেন্ট লাগারদের স্পোর্টসের আগ্রহ না থাকায় এই সময়েও সাফ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। লাগারদের স্পোর্টস আগামী মে মাসে টুর্নামেন্ট আয়োজনে তেমন আগ্রহী নয়। এ প্রসঙ্গে গতকাল সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ওই সময় এএফসি কাপের খেলা আছে। লাগারদের স্পোর্টস মনে করছে, মে মাসে সাফের খেলা হলে কোনো কোনো দেশ পূর্ণশক্তির দল নাও পাঠাতে পারে। তাতে টুর্নামেন্টের মান কিছুটা কমার আশঙ্কা করে তারা মে মাসের বিকল্প ভাবছে।’ তবে সত্যিকার অর্থে কবে সাফ মাঠে গড়াচ্ছে তা নিশ্চিত নন হেলাল। তার কথা, ‘আসলে মার্কেটিং এজেন্টের কিছু পর্যবেক্ষণ আছে। মে মাসের আগেতো সম্ভব নয়। আবার পরের মাসে রমজান শুরু। রমজানের পর আবার জুন-জুলাইয়ে বিশ্বকাপ। সব কিছু বিবেচনা করেই একটা সময় বের করা হবে। আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সময় সাফের নির্বাহী কমিটির সভা করব আমরা। ওই সভায় ঠিক করা হবে সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষন।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও এ দুই ভেন্যুতে টুর্নামেন্ট করতে অনাগ্রহী লাগারদের স্পোর্টস। তারা ঢাকা কিংবা চট্টগ্রাম যে কোন এক জায়গায় টুর্নামেন্ট করতে চায় বলে জানান হেলাল। এক্ষেত্রে চট্টগ্রামে খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।