Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হলেন ব্রিটেনের প্রথম গর্ভবতী পুরুষ

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্তান জন্ম দিলেন ব্রিটেনের প্রথম গর্ভবতী পুরুষ। হেডেন ক্রস নামের ওই ব্যক্তি আইনগতভাবে বর্তমানে পুরুষ। তবে গর্ভবতী হওয়ার জন্য চিকিৎসার মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া কিছুদিনের জন্য বন্ধ রাখেন ২১ বছরের হেডেন। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর সেই প্রক্রিয়া তিনি সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন।
জন্মগতভাবে নারী হলেও পুরুষ হওয়ার জন্য হরমোন ট্রিটমেন্ট চালাচ্ছিলেন হেডেন। আইনগত ভাবেও নিজের লিঙ্গ পরিচয়ে পুরুষ তকমা পেয়েছেন হেডেন। কিন্তু ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস ভবিষ্যতে সন্তানের জন্ম দিতে তার ডিম্বানু সংরক্ষণ করতে অস্বীকার করে। তাই লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া মাঝপথে থামিয়ে দিয়ে নিজেই সন্তানের জন্ম দিলেন হেডেন।
হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া মাঝপথে থাকলেও গর্ভাশয় অক্ষুন্ন রয়েছে হেডেনের। ফেসবুকের সাহায্যে স্পার্ম ডোনার জোগাড় করে গর্ভবতী হন তিনি। অবশেষে ব্রিটেনের প্রথম পুরুষ হিসেবে সন্তানের জন্ম দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন ২১ বছরের হেডেন ক্রস। ব্রিটেনে লিঙ্গ পরিবর্তনের খরচ প্রায় ২৯ হাজার পাউন্ড। সূত্র : ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ