মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সউদী আরবের কাছে যুক্তরাজ্যের কয়েক লাখ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার নির্দেশ চেয়ে করা একটি মামলা খারিজ করে দিয়েছে লন্ডনের হাই কোর্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার লন্ডন হাই কোর্ট এ রায় দেন। রায়ে আদালত বলেন, বিচার বিভাগীয় তদন্তের জন্য বাদির আবেদন খারিজ করা হলো।
অস্ত্র বিক্রি বন্ধ করার এই আবেদন জানিয়েছিল দ্য ক্যাম্পেইন অ্যাগেইনস্ট দ্য আর্মস ট্রেড (সিএএটি)। তাদের দাবি, সউদী আরব যুক্তরাজ্যের কাছ থেকে কেনা অস্ত্র দিয়ে ইয়েমেনে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করছে।
আবেদনে অস্ত্র বিক্রিবিরোধী এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সউদী জোট যুক্তরাজ্যের বোমা, যুদ্ধবিমান এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
২০১৫ সালে সউদী আরব ও দেশটির মিত্র রাষ্ট্রগুলো হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। জাতিসংঘ সমর্থিত ইয়েমেনের সরকারের পক্ষে এ অভিযান শুরু করে সউদী জোট। দুই বছরের এই যুদ্ধে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, গৃহহারা হয়েছেন কয়েক লাখ মানুষ। সূত্র: আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।