Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনেভায় ফের সিরিয়া সংক্রান্ত শান্তি আলোচনা

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে শান্তি আলোচনা গতকাল আবারো শুরু হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় তাদের মধ্যে সপ্তম দফার এ আলোচনা শুরু হয়। যদিও দেশটির দীর্ঘ ছয় বছরের সংঘাত নিরসনে বড় ধরনের অগ্রগতির তেমন কোন আশা করা যাচ্ছে না। সিরিয়ার সমস্যা সমাধানে আসাদ সরকারের মিত্র দেশ রাশিয়া ও ইরান এবং বিদ্রোহী সমর্থক দেশ তুরস্কের পৃথক আরেকটি উদ্যোগ জেনেভা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এদিকে রোববার সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডানের মধ্যস্থতায় অস্ত্র বিরতি শুরু হয়েছে। জেনেভা শান্তি অলোচনা কাঠামোর বাইরে করা এটি হচ্ছে সর্বশেষ চুক্তি। 

চুক্তি অনুযায়ী, নতুন দফার আলোচনায় নতুন সংবিধান, সুশাসন, নির্বাচন ও সন্ত্রাসবাদ মোকাবেলার ওপর বেশী গুরুত্ব দেয়া হবে। উল্লেখ্য, সিরিয়ায় সংঘাত অবসানে তেমন কোন অগ্রগতি ছাড়াই গত মে মাসে সর্বশেষ দফার আলোচনা শেষ হয়। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ