প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ২০০৯ সালের সুপারহিট সিনেমা ‘বলবো কথা বাসর ঘরে’ নির্মাণ করেছিলেন পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম। এ সিনেমায় নায়িকা ছিলেন শাবনূর। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘বাসর হবে মাটির ঘরে’ নামে একটি সিনেমা। এ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। মৌসুমীকে ইতোমধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা যায়। যদিও পরিচালক বিষয়টি এখনই খোলাসা করতে চাচ্ছেন না। শাহ মোহাম্মদ সংগ্রাম বলেন, এখনই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি না। বর্তমানে গান ও গল্পের কাজ করছি। এগুলো শেষ হলে সিনেমাটি সম্পর্কে সবাইকে জানাবো। তিনি জানান, ইতোমধ্যে সৈয়দ শামসুল হকের কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। আলাউদ্দির আলীর সুর ও সংগীতায়োজনে এই দ্বৈতগানে রুনার সঙ্গে গেয়েছে সুবীর নন্দী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।