Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাবার পথে এক বখাটে পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টায় সড়কের উপর টানা হেছড়া করে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় আলীনগর ইউনিয়নের জালালিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের আকল মিয়ার মেয়ে (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায়ই বখাটে খালিক মিয়া নানাভাবে উত্যক্ত করে। বখাটে খালিক মিয়া পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আকবর মিয়ার ছেলে। রোববার বিকালের পর্বে ইংরেজী ১ম পত্র পরীক্ষা দিতে নবম শ্রেণির ছাত্রীটি কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। শমশেরনগর-কমলগঞ্জ সড়কের জালালিয়া এলাকায় পৌছলে বেলা সাড়ে ১২টায় বখাটে খালিক মিয়া (২৩) ছাত্রীটির পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করে। কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ূন কবীর ঘটনার ও অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ পথে প্রায় শতাধিক ছাত্রী বিদ্যালয়ে আসে। এ ঘটনার সুষ্ঠ ও বিহিত ব্যবস্থা গ্রহন ও ছাত্রীদের নিরপত্তা চেয়েই তিনি নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগ সম্পর্কে জানার চেষ্টা করে অভিযুক্ত খালিক মিয়ার সাথে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে পালিয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি কয়দিন পালিয়ে থাকবে। তাকে খুঁজে দ্রæত গ্রেফতার করার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার কমলগঞ্জ থানার ওসিকে বলেছেন। সাথে সাথে এখন থেকে বিদ্যালয় ও কলেজগামী ছাত্রীদের নিরাপত্তার দিকে নজরদারী করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ