Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তেলঙ্গানা থেকে বিজেপি বিধায়কের উস্কানি

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যখন অশান্তির আগুন নিভিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাদুড়িয়া, বসিরহাট- তখন বাংলাকে আর একটা গুজরাট বানানোর উস্কানি দিলেন বিজেপি’র এক বিধায়ক। তেলঙ্গানা থেকে। টুইটারে দেওয়া একটি ভিডিও ক্লিপে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ বলেছেন, বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন। সা¤প্রদায়িক হিংসায় যারা জড়িয়ে রয়েছেন, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলার হিন্দুদের। ২০০২ সালে গুজরাটে হিন্দুরা যে শিক্ষাটা দিয়েছিলেন। এই কাজে বাংলার হিন্দুদের সাহায্য করতে পারে যারা, হায়দরাবাদের বিজেপি বিধায়ক শুধু সেই সংগঠন বেঙ্গল টাইগার্স’-এর নামোল্লেখ করেই থেমে থাকেননি, সেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তাঁর মূল্যবান পরামর্শও দিয়েছেন! হায়দরাবাদের বিজেপি বিধায়কের পরামর্শ, ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক। রাজা ছাড়েননি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকেও। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। বরং যারা সা¤প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরই সাহায্য করছে, করে চলেছে। রাজার কথায়, রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) ওদের (সা¤প্রদায়িকদের) সাহায্য করছে। যাঁরা ধর্মনিরপেক্ষ, তাদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তাঁরা সুরক্ষিত থাকুন, এটা দেখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মীরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মীরি পন্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও এক দিন নিশ্চিহ্ন হয়ে যাবেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ