Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাথলেটিক্সে ধারাবাহিক হতাশা

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে হতাশার ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশ দল। ভারতের ভুবনেশ্বরে চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন লাল-সবুজের অ্যাথলেটরা। শনিবার ভারতের ভুবনেশ্বরে আল আমিনের দীর্ঘ লম্ফে ব্যর্থতা মধ্য দিয়ে দিনের শুরু করে লাল-সবুজরা। তিনি ২০ জনের মধ্যে ১৫তমস্থান পান। লাফান ৭.১১ মিটার দূরত্ব। এই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট মোহাম্মদ ইসমাইল বিশ জনের মধ্যে হয়েছেন ২০তমস্থান পেয়ে জাতিকে লজ্জায় ডোবান। তিনি লাফিয়েছেন ৫.০১ মিটার। ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সাত জনের মধ্যে সবার শেষে জায়গা হয় মাসুদ খানের। তিনি সময় নেন ১৫.৪১ সেকেন্ড। মেয়েদের ৮০০ মিটার দৌড়ে ছয় জনের মধ্যে ষষ্ঠস্থান পান সুমি আক্তার। তার সময় ছিলো ২ মিনিট ২৬.৪৮ সেকেন্ড। অন্যদিকে মেয়েদের চার গুনিতক ১০০ মিটার রিলেতে বাংলাদেশ (সুস্মিতা ঘোষ, জেসমিন আক্তার, সুমি আক্তার ও সোহাগী আক্তার) ৫০.৩৯ সেকেন্ড সময় নিয়ে ৮ দেশের মধ্যে অষ্টম হয়েছে। ছেলেদের ৮০০ মিটার দৌড়ে ১ মিনিট ৫৬:৪২ সেকেন্ড সময় নিয়ে তিন নম্বর হিটে ১০ জনের মধ্যে অষ্টমস্থান পান কামরুল হাসান। এই ইভেন্টে ১ মিনিট ৫৪: ৬৬ সেকেন্ড সময়ে ১ নম্বর হিটে ১১ জনের মধ্যে অষ্টম হন কিবরিয়া খন্দকার। পুরুষদের হ্যামার থ্রোয়ে ৪১.২১ মিটার দুরত্ব অতিক্রম করে হিটে এগারো জনের মধ্যে ১১তম হয়ে ছিটকে পড়েন মোহাম্মদ হেদায়েত হোসেন। চ্যাম্পিয়নশিপে এই হলো বাংলাদেশের অ্যাথলেটদের পারফরমেন্সের চিত্র। অথচ কিছুদিন আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হলে নতুন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছিলেন,অ্যাথলেটিক্সের সুদিন ফিরিয়ে আনবে তার কমিটি। কিন্তু দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটদের চরম ব্যর্থতাই প্রমাণ করে কতটা সুদিন ফিরিয়ে আনতে পারবে অ্যাডহক কমিটি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ