Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবাশ্ম জ্বালানি পরিচ্ছন্নভাবে ব্যবহারে কাজ করবে যুক্তরাষ্ট্র

হামবুর্গ সম্মেলন চমৎকার সাফল্য অর্জন করেছে : ট্রাম্প

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিসচুক্তি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে জি২০র ১৮টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মতবিরোধ থাকলেও জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত সম্মেলনটি চমৎকার সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি২০ সম্মেলনের শেষদিন ছিল গত শনিবার। সেদিনই সম্মেলনের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জীবাশ্ম জ্বালানি আরও দক্ষ ও পরিচ্ছন্নভাবে ব্যবহার করায় সাহায্য করতে অন্যান্য দেশের সাথে আরও ভালোভাবে কাজ করবে। প্যারিসচুক্তি হল এর অন্তর্গত দেশগুলোর মধ্যে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধে সম্মিলিতভাবে কাজ করা। আয়োজক দেশ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মারকেল সম্মেলনের সমাপনী বক্তৃতায় বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দুঃখবোধ করলেও বাকি দেশগুলো পুনরায় আলোচনার বিরোধিতা করায় তিনি তৃপ্ত হয়েছেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, তিনিও এখন প্যারিস চুক্তিতে তার দেশের অবস্থান নিয়ে সন্দিহান, কারণ এ চুক্তি থেকে মার্কিন প্রত্যাহারের ঘোষণা উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিপূরণকে ক্ষুণœ করছে। এরপরও তুরস্ক প্যারিস চুক্তিতে সই করায় ফ্রান্স প্রতিশ্রæতি দিয়েছে, চুক্তিতে সই করার যে আর্থিক খরচ হবে তার ক্ষতিপূরণ তুরস্ক পাবে। তুরস্কে প্যারিস চুক্তির প্রস্তাব পাস হওয়া নিয়ে এরদোগান জানান, তুরস্কের পার্লামেন্ট এখনও প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়নি। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের নেতাদের সাথে বাণিজ্যচুক্তি নিয়েও কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ আলোচনা ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক প্রচেষ্টা নিয়ে। গত মঙ্গলবার আলাস্কায় পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ নিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে বলেন, কিছু একটা করা দরকার›। শি জিন পিংও সম্মতি দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক নিয়ে বলেন, কিছু স্পর্শকাতর বিষয় থাকলেও তাদের সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে সফরের পরামর্শও দিয়েছেন। জি২০ সম্মেলন শুরুর আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল হামবুর্গ। এতে ২১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ১৪৩ বিক্ষোভকারীকে। জার্মানিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আগমনের প্রতিবাদে সংঘটিত এই বিক্ষোভে গাড়িতে অগ্নিসংযোগসহ নিরাপত্তাবাহিনীর উপর পাথর ও বোতল ছুঁড়ে আক্রমণের ঘটনাও ঘটেছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ