মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পাঁচ বছরের খরা শেষে গত শনিবার প্রথম বড় ধরনের দাবানল শুরু হয়েছে। রাজ্যটিতে তাপদাহ স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে। কয়েকটি স্থানে আগুন নেভাতে প্রায় ২ হাজার ৩শ’ দমকল কর্মী কাজ করছে। সন্ধ্যায় সাক্রামেন্টোর উত্তরে সিয়েরা নেভাদা পাহাড়ের দাবানলটির মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলটিতে ১০টি বাড়ি ধ্বংস হয়েছে, ২ হাজার একর বনাঞ্চল উজাড় হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয়রা অন্যত্র চলে গেছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) জানিয়েছে, দাবানলে পাঁচ জন স্থানীয় ও এক দমকল কর্মী সামান্য আহত হয়েছে। এদিকে উষ্ণ ও শুষ্ক বাতাসের ফলে সান্তা বারবারা কাউন্টিতে একটি দাবানল দ্বিগুণ হয়ে জ্বলছে। গতরাতে এটি ৫ হাজার ৭৫০ একর জমি গ্রাস করেছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্নœ স্থানে শনিবার প্রায় ১৭টি দাবানল শুরু হয়েছে। উত্তরে সিক্স রিভার্স ন্যাশনাল ফরেস্ট থেকে লস অ্যাঞ্েেজেসর পূর্বাঞ্চলে সান বার্নার্ডিনো ফরেস্ট পর্যন্ত দাবানল জ্বলছে। দুপুর ১১ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি বড় অংশে তাপদাহ আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এ সময় অঞ্চলটির তাপমাত্রা স্বরণকালের সব রেকর্ড অতিক্রম করতে পারে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।