Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ স্প্যানিশ রুট বেছে নিচ্ছে অভিবাসন প্রত্যাশীরা

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনে গত বছরের তুলনায় এবার অভিবাসন প্রত্যাশীদের স্রোত দ্বিগুণ হয়েছে। বিপুল সংখ্যক শরণার্থী প্রতিদিন দেশটির দক্ষিণ উপকূলে এসে পৌঁছাচ্ছে। আগে এই শরণার্থীরা লিবিয়া হয়ে ইউরোপ পাড়ি দিত। কিন্তু এখন লিবিয়ার যুদ্ধ, সংঘাত ও সহিংসতার হাত থেকে রক্ষা পেতে এই সব শরণার্থী স্পেন হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাইছে। আলবোরান সমুদ্রে বুধবার থেকে এখন পর্যন্ত আটটি নৌকার আরোহী ৩৮০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এই সমুদ্রটি মরক্কোর উত্তরাঞ্চলের সঙ্গে স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে। মানবাধিকার সংগঠন এসওএস র‌্যাসিসমে’র স্প্যানিশ শাখার মুখপাত্র মিকেল আরাগুয়াস বলেন, আমরা শঙ্কিত। কারণ কয়েক বছরের মধ্যে চলতি বছরেই সবচেয়ে বেশি শরণার্থী প্রবেশ করেছে এবং এলাকাটি অত্যন্ত বিপদসংকুল। বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো শরণার্থীদের অধিকাংশই সাব সাহারা আফ্রিকান দেশের বাসিন্দা। নিজ দেশে চরম দারিদ্র অথবা সংঘাত-সহিংসতা থেকে রক্ষা পেতে তারা এই পথ বেছে নিয়েছে। অপর এক খবরে বলা হয়, লিবিয়া উপকুলে ৪০ অভিবাসী নিখোঁজ হয়েছে। গত শনিবার দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মুয়াম্মার মোহাম্মদ মিলাদ নামের ওই কর্মকর্তা জানান, গারাবুলি শহর থেকে ছয় মাইল উত্তর-পূর্বে একটি মাছ ধরার নৌকা ডুবন্ত অভিবাসীদের দেখতে পায়। পরে সেখান থেকে ৮৫ জনকে উদ্ধার করা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ