পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, দেশে ব্যবসাবান্ধব বিনিয়োগের জন্য একটি অর্থবহ নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশে ভালো নির্বাচন হোক, এটি সবার কামনা। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হচ্ছে না। সব রাজনৈতিক দল ইসির সাথে আলোচনা করছে। ফলে নির্বাচন কমিশন (ইসি) চাইলে একটি অর্থবহ নির্বাচন সম্ভব।
গতকাল শনিবার রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত সমুন্নত রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আই ক্ল্যাডস) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আই ক্ল্যাডস’র নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ অনুষ্ঠানে মূল ধারণাপত্র উপস্থাপন করেন।
আনিসুল হক ছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আই ক্ল্যাডস চেয়রম্যান মোহাম্মদ জমির, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল হক বাবু, বিজিএমইএ পরিচালক শমী কায়সার প্রমুখ।।
শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন চেয়ারম্যান আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।