Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তামিমে রোমাঞ্চিত এসেক্স

আজ খেলা হচ্ছে তো ড্যাশিং ওপেনারের!

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন তামিম ইকবাল। এরপর এসেক্সে খেলার প্রস্তাব পান তিনি। তামিমও তাতে সম্মতি দেন। অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি)। সেটাও পেয়ে গেছেন তামিম। আগের দিন যাবার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে এসেক্সের হয়ে কাউন্টি খেলতে গতকাল সকালে ইংল্যান্ড গেছেন তামিম। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্টে ৮টি ম্যাচ খেলবেন দেশসেরা এই ওপেনার। আজ তার দল এসেক্স মুখোমুখি হবে কেন্টের। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্টের ওই ম্যাচ দিয়েই এসেক্সে নতুন অভিষেক হচ্ছে তামিমের! ৬ বছর আগে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলেছেন ড্যাশিং এই ওপেনার।
কেন্টের বিপক্ষে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এসেক্স। ঘোষিত সেই স্কোয়াডে আছেন তামিম। বাংলাদেশি এই ড্যাশিং ওপেনার ছাড়াও দলটিতে রয়েছেন মোহাম্মদ আমির, রায়ান টেন ডেসকাট, আজহার জাইদি, জেমস ফস্টার, রবি বোপারার মতো তারকারা। এসেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘রোববার (আজ) ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্টে কেন্টের বিপক্ষে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ক্রিস সিলভারউড। অভিষেকের অপেক্ষায় রয়েছেন তামিম ইকবাল।’
তার মত এক মারদাঙ্গা ক্রিকেটারকে দলে পেয়ে যারপর নাই উচ্ছ¡াসিত এসেক্স কোচ ক্রিস সিলভারউড। তামিমের অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগাতে চান তিনি, ‘আমরা একজন শক্তিশালী ওপেনার খুঁজছিলাম, তামিমের মতো ক্রিকেটার আমাদের ক্লাবে পেয়ে খুবই আনন্দিত। দলের হয়ে সে আটটি ম্যাচ খেলবে এবং তাঁর থেকে দলের জন্য সেরাটা পেতে মুখিয়ে আছি।’
ইংল্যান্ডের মাটিতে বেশ সফল এই দেশসেরা ওপেনার। টেস্ট ক্রিকেটে ৬৪ গড় এবং ওয়ানডে ক্রিকেটে ৫০.৭১ গড় রয়েছে তামিমের। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭৩.২৫ গড়ে ২৯৩ রান করে সেরা রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তামিম। এসেক্স কোচ ক্রিস জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম নিজেকে প্রমাণ করেছে কতটা ভালো ক্রিকেটার সে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের ব্যাটিং গড় ৩০.২৯ এবং স্ট্রাইক রেট ১১৮.৩৬। এসেক্স কোচ তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে ধ্বংসাত্মক ব্যাটিং করার সামর্থ্য রয়েছে তামিমের যা কিনা তাঁর স্ট্রাইক রেটই প্রমাণ করে।’

একনজরে তামিমের ম্যাচ
তারিখ ম্যাচ ভেন্যু
৯ জুলাই কেন্ট-এসেক্স ব্যাকেনহাম
১৩ জুলাই এসেক্স-সমারসেট চেমসফোর্ড
১৬ জুলাই এসেক্স-গø্যামরগান চেমসফোর্ড
১৯ জুলাই সারে-এসেক্স দ্য ওভাল
২১ জুলাই এসেক্স-হ্যাম্পশায়ার চেমসফোর্ড
২৩ জুলাই গø্যামরগান-এসেক্স কার্ডিফ
২৭ জুলাই মিডলসেক্স-এসেক্স লর্ডস
২৯ জুলাই এসেক্স-গেøৗচেস্টারশায়ার চেমসফোর্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ