Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকিটাকি

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নিষিদ্ধ সুদান
স্পোর্টস ডেস্ক : সুদান ফুটবল এসোসিয়েশনের (এসএফএ) কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করায় পুরো দেশের আন্তর্জাতিক ফুটবলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না।
একইসাথে দেশটির ফুটবল ক্লাবগুলোও কোন ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে না। ফলে আফ্রিকার শীর্ষ দুটি ক্লাব প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লীগ ও কনফেডারেশন্স কাপে খেলতে পারবে না আল-হিলাল, আল মেরিখ ও আল-হিলাল ওবেদ ক্লাব। গত ২৭ জুন ফিফার কাউন্সিল সভায় সুদানকে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। এসএফএ বোর্ড পরিচালকবৃন্দসহ এর সভাপতি মুতাসিম জাফর একলাতিম যখন পুনর্বহাল হবেন তখন এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়। গত ২ জুন মুতাসিম জাফর একলাতিমকে সড়িয়ে আব্দেল রহমান একলাতিমকে সরকারের হস্তক্ষেপে সভাপতি হিসেবে নিয়োগ দেয় এসএফএ। ২৭ জুন ফিফা বিষয়টি বাতিলের নির্দেশ দিলেও সুদান তা আমলে নেয়নি।


রেফারীকে অপমান করায়...
স্পোর্টস ডেস্ক : গতকাল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কনকাকাফ গোল্ড কাপের আসর। এর আগে একটা বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। রেফারীকে অপমান করায় ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মেক্সিকো জাতীয় ফুটবল দলের কোচ হুয়ান কার্লোস ওসোরিওকে। সম্প্রতী শেষ হওয়া কনফেডারেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই কান্ড ঘটান ওসোরিও।
বেশ কড়া ভাষায় ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ রেফারীদের প্রতি ওসোরিও অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং তাদের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে গেছেন। পুরো পরিস্থিতি বিবেচনায় ওসোরিওকে ছয়টি আনুষ্ঠানিক ম্যাচে নিষিদ্ধ করা হলো। একইসাথে তাকে সতর্ক করে দেবার পাশাপাশি ৫ হাজার সুইস ফ্রাংক জরিমানা করা হলো।’ মস্কোতে কনফেডারেশন্স কাপের স্থান নির্ধারনী ম্যাচটিতে মেক্সিকো বেশ ভালভাবেই জয়ের ধারায় ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে পেনাল্টি ভাগ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগীজরা।


জাতীয় নৌকা বাইচ
স্পোর্টস রিপোর্টার : ছয়টি ইভেন্টে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। পোস্তগোলাস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠেয টুর্নামেন্টের ইভেন্টগুলো হলো- ৭ মাঝি মহিলা গ্রুপ, ৭ মাঝি পুরুষ গ্রুপ, ২৫ মাঝি কোষা নৌকা গ্রুপ, ৫০ মাঝি (উর্ধ্ব) সারেঙ্গী/ছিপ নৌকা গ্রুপ এবং ৫০ মাঝি (উর্ধ্ব) বাচারী নৌকা গ্রুপ। জাতীয় নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী বিভাগ, জেলা, সার্ভিসেস দল, সংস্থা এবং এফিলিয়েটেড ক্লাব সমূহকে ১৭ জুলাইয়ের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ বাংলাদেশ রোয়িং ফেডারেশনের কার্যালয়ে ৫০০ টাকা এন্ট্রি ফি দিয়ে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ