Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্যাদা পেতে মরিয়া ব্যাডমিন্টন কর্তারা

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ ওপেনের ঢাকা ভেন্যূ বাতিল করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডবিøউএফ)। যা আগে ঢাকাস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিয়মিতই আয়োজন হতো। তবে এই ভেন্যু ও নিজেদের মর্যাদা ফিরে পেতে এখন মরিয়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কর্তারা। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘ডিসেম্বরেই এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার চেষ্টা করছি আমরা। আর আগামী বছরের শুরুতেই আন্তর্জাতিক জুনিয়র ও সিনিয়র টুর্নামেন্ট আয়োজন করবো। এতে হয়তো আবার আমরা ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ ওপেনের ভেন্যু ফিরে পেতে পারি।’ প্রতি বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি। জানা গেছে, নয়মাস আগে ভেন্যুর জন্য আমন্ত্রণ আসে বিডবিøউএফ থেকে। কিন্তু এবার মেইলে আসা সেই আমন্ত্রণ পত্রটি খুলেই দেখেননি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী। যার ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে। ফলে অন্যত্র চলে গেছে এই টুর্নামেন্টের ভেন্যু।
তবে এবার ভেন্যু বাতিল হলেও আগামী বছরের মার্চ-এপ্রিলে ঢাকায় এই টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করা হবে বলে বর্তমান কমিটির কর্মকর্তারা জানান। বাহর বলেন, ‘মার্চে আমন্ত্রণটি এসে থাকলে তখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন গোলাম আজিজ জিলানী। উনার ভুলেই এমনটি হয়েছে। তারপরও আমি দু’মাস আগে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছিলাম। কিন্তু ততদিনে ভেন্যু পরিবর্তন হয়ে গেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ