Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ষোলোতে নাদাল-মারে

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছেই রাফায়েল নাদালের। রোলাঁ গাঁরো থেকে দশম শিরোপা জেতার পর ফর্ম ধরে রেখেছেন তিনি উইম্বলডনেও। সহজ জয়ে এবার অল ইংল্যান্ড ক্লাবে নিশ্চিত করেছেন শেষ ষোলো। গেলপরশু রাতে রাশিয়ান প্রতিপক্ষ কারেন কাচানোভকে ৬-১, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে সঠিক পথেই আছেন স্প্যানিশ তারকা। বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে অবশ্য শেষ ষোলোতে উঠতে কঠিন ঘাম ঝরাতে হয়েছে। চার সেটের লড়াইয়ে ইতালির ফাবিও ফগনিনিকে ৬-২, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে হারিয়ে বাঁচিয়ে রেখেছেন শিরোপা ধরে রাখার স্বপ্ন।
কোনও সেট না হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে দশম শিরোপা হাতে তুলেছেন নাদাল। সাফল্যের সেই ধারাটা সচল রেখেছেন তিনি উইম্বলডনেও। টানা ২৮ সেট জিতে নিজের রেকর্ডটা আরও বাড়িয়ে নিয়েছেন তাতে। রাশিয়ার কাচানোভকে সহজভাবে হারালেও উইম্বলডনের বড় এক বৃত্ত ভাঙতে হবে তাকে সামনে। অল ইংল্যান্ড ক্লাব থেকে দুইবার শিরোপা উঁচিয়ে ধরেছেন নাদাল, যার শেষটার ২০১০ সালে। এরপর গত ছয় বছরে একবারও পেরোতে পারেননি শেষ চারের বাধা।
মারে অবশ্য গত বছরই উইম্বলডন থেকে জিতেছেন শিরোপা। এবার চোটটা খুব ভোগাচ্ছে তাকে। তৃতীয় রাউন্ডে ফগনিনির বিপক্ষেও সেরাটা দিতে পারেননি তিনি। চার সেটের কঠিন লড়াইয়ে অবশ্য জয়ের হাসিটা ছিল শেষ পর্যন্ত মারের মুখেই। শুরুটা করেছিলেন তিনি দুর্দান্ত, প্রথম সেট জিতে নেন ৬-২ গেমে। কিন্তু দ্বিতীয় সেটে প্রতিদ্ব›িদ্বতা গড়েও হেরে যান ৪-৬ সেটে। তৃতীয় সেটে আবার মারের দাপট, স্কোর ৬-১। আর শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফগনিনিকে ৭-৫ গেমে হারিয়ে জিতে নেন ম্যাচ।
তবে হেরে গেছেন জাপানের কেই নিশিকোরি। স্পেনের রবার্তো বাতিস্তার বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৪), ৩-৬, ৬-৩ গেমে হেরে বিদায় নিয়েছেন তিনি টুর্নামেন্ট থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ