নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন গেল টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ দিন পর জাতীয় দলের জার্সি গায়ে আজ আবার মাঠে নামছেন ছোট সংস্করণ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। কিংস্টনের স্যাবাইনা পার্কে তার দলের প্রতিপক্ষ ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হারের পর সফরকারী ভারতের বিপক্ষে এটি ক্যারিবীয়দের একমাত্র টি-২০ ম্যাচ। ওয়ানডে সিরিজে ভারত ছড়ি ঘোরালেও ক্রিস গেইলের সাথে মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, এভিন লুইস ও সুনীল নারাইনের মতো বিশ্ব তারকাদের হাত ধরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর স্বাগতিকরা।
গেল বছরের আগষ্টে সর্বশেষ টি-২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নিরপেক্ষ ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো উইন্ডিজ। প্রথম ম্যাচে ওপেনার লুইসের ৪৯ বলে ১০০ রানের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের ২৪৬ রানের জবাবে লোকেশ রাহুলের অপরাজিত ১১০ রানের পরও মাত্র ১ রানে ম্যাচ হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হলে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে দু’বার টি-২০ ম্যাচ খেলেছিলো ভারত। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপে ১৪ রানের হারের পর ২০১১ সালের সফরে একমাত্র ম্যাচে ১৬ রানের জয় পায় টিম ইন্ডিয়া। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না ভারতের ওপেনার আজিঙ্কা রাহানে। ওয়ানডে সিরিজে ৩৩৬ রান করা এই টপঅর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আমরা দারুন ফর্মে আছি। ওয়ানডে সিরিজের মত শেষ টি-২০ ম্যাচেও ভালো পারফর্ম করতে চাই। জয় দিয়ে ক্যারিবীয় সফর শেষ করারই আমাদের প্রধান লক্ষ্য। ওয়ানডে ও টি-২০ সিরিজ আলাদা ফরম্যাট। তারপরও মানিয়ে নিতে সমস্যা হবে না। আমরা এভাবে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি।’
একমাত্র টি২০ ম্যাচে জয় পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজও। এমনটাই জানালেন দলের ওপেনার লুইস, ‘ওয়ানডে সিরিজে আমার ভালো ফল করতে পারেনি। তবে টি-২০ ম্যাচে আমরা ভালো করতে পারবো। কারন আমাদের টি-২০ দলটি বেশ শক্তিশালী। গেইল-পোলার্ড-নারাইনরা আছেন। তাই ভারতকে হারাতেই মাঠে নামবো আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।