Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের আগুন জ্বলছে পাহাড়ে দার্জিলিংয়ে গুলিতে নিহত ২

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক জিএনএলএফ সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল পাহাড়। গতকাল শনিবার সকাল থেকে পুলিশের সঙ্গে কয়েকশো জিএনএলএফ কর্মীর দফায় দফায় সংঘর্ষ হয়। জিনএনএলএফ সমর্থকদের সঙ্গে বিক্ষোভে শামিল হন মোর্চা সমর্থকরাও। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। মোর্চা সমর্থকরা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। চকবাজারে মোর্চা যখন বিক্ষোভ দেখাচ্ছিল সে সময় গুলি বর্ষণের খবর পাওয়া যায়। পুলিশের গুলিতে এক সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মোর্চা। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে। খবরে বলা হয়, গতকাল শনিবার জিএনএলএফ-এর কয়েকশো সমর্থক তাশির লাশ নিয়ে মিছিল করে সোনাদা থেকে দার্জিলিং যাচ্ছিল। তখন পুলিশ মিছিলটি আটকানোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে জিএনএলএফ ইট, পাথর ছোড়ে। সোনাদা থানায় ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয় জিএনএলএফ সমর্থকরা। পুড়িয়ে দেওয়া হয় দার্জিলিঙের খাদ্য সরবরাহ দফতর এবং ডিএসপি-র টাউন অফিস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দার্জিলিং ও সোনাদায় সেনা নামানো হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ