Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার পুতিনের

প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৪ পিএম, ৮ জুলাই, ২০১৭

ইনকিলাব ডেস্ক : হামবুর্গে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছে। ক্রেমলিনের এক মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, দুজনের মধ্যে যখন দেখা হয় তখন তারা করমর্দন করেন। এর কিছুক্ষণ পরেই তারা বৈঠকে মিলিত হন। অপরদিকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। গতকাল রোববার দুপুর থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ গত শুক্রবার হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনে এক ঘোষণায় এ কথা বলেন। তিনি আরো বলেন, রুশ, মার্কিন ও জর্ডানের বিশেষজ্ঞরা দারা, কুনেইত্রা ও সোয়েইদায় একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সমঝোতা স্মারকে সম্মত হন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্কের স্থানীয় সময় ৯ জুলাই দুপুর থেকে এই অঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হবে। খবরে বলা হয়, সোয়া দুই ঘন্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরটি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সিরিয়ার যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উত্তর কোরিয়া প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি বৈঠকে মূলত ট্রাম্পের পক্ষ থেকেই বিষয়টি তুলে ধরা হয়। তবে অভিযোগটি অস্বীকার করেন পুতিন এবং এ ধরনের খবর প্রচারে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে গোপন সম্পর্ক বা সমঝোতা নিয়ে নানা জল্পনা চলছিল। পরবর্তীতে এ নিয়ে ব্যাপক হৈ চৈ হয়েছে। দুই নেতার মধ্যে বৈঠকের আগেই এই দুজনের প্রথম সাক্ষাৎটি কেমন হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত ক’দিন ধরেই নানা জল্পনা-কল্পনা আর রঙ্গ চলছিল। অনেকে টুইটারে এই বৈঠক নিয়ে নানা রকম কৌতুক আর দুজনের ফটোশপ করা ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যায় পুতিনের কোলে চড়েছেন ট্রাম্প, আর এক হাতে টি-পি (ট্রাম্প-পুতিন) লেখা একটি পতাকা, অন্যহাতে এক গোছা ফুল ধরে রেখেছেন। আরেকটিতে দেখা যাচ্ছে পুতিনের সুতোর টানে পুতুল নাচ নাচছেন ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে গোপন সম্পর্ক বা সমঝোতা নিয়ে নানা জল্পনা চলছিল। ভøাদিমির পুতিন অতীতে ডোনাল্ড ট্রাম্পের বেশ প্রশংসা করেন। গত জুনে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প খুব সোজাসাপ্টা এবং খোলা মনের মানুষ। এএফপি, খবর বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ