মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে তোলা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া আড়াই হাজারের বেশি অবৈধ অভিবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার ওই শরণার্থী ক্যাম্পটি পুলিশের সহযোগিতায় ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন। পরে তাদের পর্তে দে লা এলাকার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্যারিসের ওই আশ্রয় কেন্দ্রে কয়েশ’ শরণার্থী বসবাস করতো। যাদের অধিকাংশই সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। রাস্তার পাশে গড়ে তোলা ওই শরণার্থী ক্যাম্প ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের সেখান থেকে উচ্ছেদ করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসের কারণে আড়াই হাজারের বেশি শরণার্থীকে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করে অস্থায়ীভাবে নির্মিত বিভিন্ন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।