Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ত্রিদেশীয় নৌ-মহড়া

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বঙ্গোপসাগরে তিন দেশের নৌবাহিনীর মহড়া আজ রোববার থেকে শুরু হবে বলে ধারণা করছে চীন। এ মহড়ায় ভারতের বড় ভূমিকা রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত মহড়ার মধ্যে এটি দ্রুতগামী নৌ-মহড়া। খবরে বলা হয়, বঙ্গোপসাগরের মহড়ায় জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজগুলো অংশগ্রহণ করবে। চীনা সরকারের এক মুখপাত্র বলেন, তাঁরা আশঙ্কা করছেন, এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে। ১৯৯২ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মহড়ার মধ্য দিয়ে মালাবার মহড়া শুরু হয়। ২০১৪ সালের পর থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়। ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে। দক্ষিণ চীন সাগরকে নিজেদের পানিসীমা বলে দাবি করে বেইজিং। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্র্যাফট এই মহড়ায় অংশ নেয়। ভারত ও প্রশান্ত মহাসাগরজুড়ে তিনটি দেশের নৌবাহিনীর জাহাজ এতে অংশ নেয়। চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে এ বছর এই মহড়ায় যোগ দেয়ার অনুমতি দেয়া হয়নি। ২০১৩ সাল থেকে ভারত সাগরে চীন কমপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করে। এটি নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ছাড়া সিকিম নিয়েও দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ