নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে কিংবা মাঠের বাইরে- যাই করুন না কেন, তাতে রেখে যান নিজের স্বকীয়তার ছাপ। ফুটবল পায়ে যেমন অবিনশ্বর ঠিক তেমনি ব্যক্তিগত জীবনেও মহানুভবতার ছাপ স্পষ্ট। এইতো ক’দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক যুগের প্রেয়সীর সঙ্গে, সেখানেও ছিল ভিন্নতা। তার এই বিয়ে পেয়েছে ‘শতাদ্বীসেরা বিয়ে’র খেতাব। বিশ্বজোড়া খ্যাতিমান এই মানুষটির বিয়েতে দাওয়াত মিলেছিল বাছাইকরা মাত্র আড়াইশ’ অতিথির। তবে তার বিয়ের খাবার চেখে দেখার সুযোগ মিলেছে সুবিধা বঞ্চিতদের!
বিয়ের এক সপ্তাহ পেরিয়ে গেছে। এরই মাঝে বার্সেলোনায় ফিরে নতুন চুক্তিতে সায় জানিয়েছেন। নববধূ রোকুজ্জো ও দুই সন্তানকে নিয়ে মধুচন্দ্রিমা করে বেড়াচ্ছেন। তবু লিওনেল মেসির বিয়ের খুঁটিনাটি নিয়ে আগ্রহ কমেনি কারও। ধীরে ধীরে বিভিন্ন তথ্যও খুঁজে বের করছে সংবাদমাধ্যম। স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করেছে, বিয়ের অনুষ্ঠানের বাড়তি খাবার নষ্ট হতে দেননি মেসি, সবই পাঠিয়ে দিয়েছেন দাতব্য প্রতিষ্ঠানে।
মেসি-রোকুজ্জোর বিয়েতে রোজারিওতে হাজির হয়েছিলেন বিশ্ব ফুটবলের অনেক তারকা। তাঁদের আপ্যায়নে কোনো কার্পণ্য করেননি মেসি। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই দেখা গেছে, আয়োজনের অধিকাংশ খাবার-দাবার রয়ে গেছে। মেসি তাই বাড়তি সব খাবার পাঠিয়ে দিয়েছেন রোসারিও ফুড ব্যাংকে। সংগঠনটির পরিচালক পাবলো আলগ্রেইন সংবাদমাধ্যম এফেকে জানিয়েছেন, ‘সব খাবার চলে এসেছে এবং আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি। আমরা এখনো জানি না কী পরিমাণ খাবার এসেছে।’ তবে মেসির দেওয়া সব উপহার নিতে পারছে না প্রতিষ্ঠানটি। আলগ্রেইন বলেছেন, ‘আমাদের কিছু নিয়মনীতির কারণে সবকিছু গ্রহণ করতে পারিনি। আমরা বিয়ের আয়োজকদের কাছে ব্যাখ্যা করেছিলাম যে আমরা কোমল পানীয় এবং খাবার গ্রহণ করতে পারি। কিন্তু অ্যালকোহল গ্রহণ করতে পারছি না। এ কারণে আমরা অ্যালকোহলের বদলে অর্থ নেওয়ার চেষ্টা করছি।’
ধারণা করা হচ্ছে, স্থানীয় বারগুলোর সঙ্গে যোগাযোগ করে অ্যালকোহলের পরিবর্তে নগদ অর্থ আদায়ের চেষ্টা করবে দাতব্য প্রতিষ্ঠানটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।