Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণতা পায়নি তদন্ত

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ছয় অভিযোগকারীর তিনজন তদন্ত কমিটির সামনে উপস্থিত না থাকায় পূর্ণতা পায়নি তদন্ত। ফলে আগামী সোমবার বাকিদের বক্তব্য গ্রহণ করবে সাঁতার ফেডারেশনের তদন্ত কমিটি।
সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বেতনভুক্ত কোচ আবদুল হামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, কোরিয়ান কোচ পার্ক তে গুনকে অসহযোগিতা ও সাঁতারুদের নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে আগেই। যে কারণে বেশ কিছুদিন আগে ফেডারেশন সভাপতি ও নৌবাহিনী প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন ছয় সাঁতারু। এরা হলেন- সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী নৌবাহিনীর সাঁতারু মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন ও আরিফুল ইসলাম এবং সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ, রোমানা আক্তার ও নাঈমা আক্তার। তাদের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সভাপতি মো. রফিজ উদ্দিন রফিজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া ও সদস্য নিবেদিতা দাস। তদন্ত কমিটি বৃহস্পতিবার অভিযোগকারী ছয় সাঁতারুকে তাদের বক্তব্য নেয়ার জন্য ডাকলেও সেখানে নৌবাহিনীর তিনজন হাজির ছিলেন। উপস্থিত ছিলেন না সেনাবাহিনীর তিন সাঁতারু। যার ফলে পূর্ণতা পায়নি কমিটির তদন্ত। বিশ্বস্ত সুত্র জানায়, নিজেদের বক্তব্য দেয়ার জন্য তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে তৈরী ছিলেন সেনাবাহিনীর সাঁতারুরা। কিন্তু অজানা কারণে শেষ পর্যন্ত তারা আসেননি। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান রফিজ বলেন, ‘নৌবাহিনীর তিন সাঁতারুর বক্তব্য নিয়েছি। তাতে মনে হয়েছে আবদুল হামিদের বিরুদ্ধে উঠা অভিযোগের সবই সঠিক। তবে সেনাবাহিনীর সাঁতারুদের বক্তব্যও নিতে হবে। সোমবারের মধ্যে তারা এসে নিজেদের বক্তব্য দেবে বলে আশাকরছি। যাতে পরদিন কার্যনির্বাহী কমিটিতে আমরা রিপোর্ট দিতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ