Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় রাউন্ডে ফেদেরার

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রেকর্ড অষ্টম শিরোপার পেছনে ছুটছেন রজার ফেদেরার। সেই লক্ষ্যে সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছে সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও জার্মানির আঞ্জেলিক কেরবার। গেলপরশু সেন্টার কোর্টে তীব্র গরমে দ্বিতীয় রাউন্ডের খেলায় সার্বিয়ার প্রতিপক্ষ দুসান লাজোভিচকে সরাসরি সেটে হারিয়েছেন তৃতীয় বাছাই ফেদেরার। ৭-৬ ৬-৩, ৬-২ গেমের জয় পেয়েছেন উইম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন। শুরুর দিকে ২-০ তে পিছিয়ে পড়েছিলেন ৩৫ বছর বয়সী ফেদেরার। কিংবদন্তি তারকাকে ভালোই ভুগিয়েছিলেন লাজোভিচ। সে কথা ম্যাচ শেষে নিজের মুখেই স্বীকার করেছেন ফেদেরার, ‘শুরুতে ধুঁকেছি। নিজেকে স্থির করতে ও ছন্দ ফিরে পেতে কষ্ট হয়েছে। আমার মনে হয়, এখানে আরও স্থির হওয়া প্রয়োজন। আমি সে চেষ্টাই করি। তবে এ নিয়ে আমি চিন্তিত নই।’
এছাড়া পুরুষ এককে ষষ্ঠ বাছাই মিলোস রাওনিচ, অষ্টম বাছাই ডমিনিক টিম ও দশম বাছাই আলেক্সান্দার জেভেরেভও উঠেছেন তৃতীয় রাউন্ডে।
বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেনসকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই আঞ্জেলিক কেরবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ