Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকং পৌঁছেছে চীনের রণতরী

রণতরীতে ভ্রমণের জন্য বিনামূল্যের টিকেটের লাইনে দাঁড়ায় মানুষ

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের জঙ্গিবিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) সিএনএস লিয়াওনিং হংকংয়ের পানি সীমায় পৌঁছেছে। চীনের মূল ভূখন্ডের বাইরে রণতরীটির এটিই প্রথম যাত্রা। যুক্তরাজ্যের কাছ থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২০ বছর পূর্তি ছিল ১ জুলাই। সেই বার্ষিকীর পর চীনের রণতরীটি দেশের বাইরে প্রথম যাত্রা করল। হংকংকে হস্তান্তরের বার্ষিকীতে দেশটি সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফরে জিন পিং চীনবিরোধীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন। সে সময় তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছিলেন, চীনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। কয়েক বছর ধরেই হংকংয়ের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। দেশটির বহু নাগরিক চীনের প্রভাবমুক্ত হতে চান। স্বাধীনতার পক্ষেও সোচ্চার অনেকে। হংকংয়ের পানি সীমায় রণতরীটির উপস্থিতিকে অনেকেই চীনের শক্তিমত্তার প্রদর্শন হিসেবে দেখছেন। কিন্তু হংকংয়ের অনেক বাসিন্দা এ রণতরীটিতে ভ্রমণের জন্য বিনামূল্যের টিকেটের লাইনে দাঁড়িয়েছেন। সিএনএস লিয়াওনিংয়ের সঙ্গে আরো তিনটি রণতরী রয়েছে। এটি হংকংয়ের তিসিং ই বন্দরে পাঁচ দিন অবস্থান করতে পারে। বিবিসির খবরে বলা হয়, স্ব-নিয়ন্ত্রণের অধিকার, এমনকি স্বাধীনতার দাবিতে সা¤প্রতিক কয়েক বছরে হংকং-এর রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ২০১৪ সালে, বেইজিং বলেছে, শহরটির নেতা নির্বাচনে সরাসরি নির্বাচনের অনুমতি দেবে তারা। কিন্তু পূর্বে বাছাইকৃত প্রার্থীরাই কেবল নির্বাচনে দাঁড়াতে পারবেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় হংকং-এ, যা পরিচিত হয় আমব্রেলা আন্দোলন নামে। শি জিনপিং-এর সফর শেষে হংকং-এ এবার চীনের বিমানবাহী রণতরীর উপস্থিতিকে দেখা হচ্ছে বেইজিং-এর শক্তি প্রদর্শনের চিহ্ন হিসেবে। তবে শহরটির অনেক বাসিন্দাই বিনামূল্যে টিকেট সংগ্রহ করে দেখতে গেছেন প্রকান্ড রণতরীটি। এর সঙ্গে ছিল আরও তিনটি যুদ্ধজাহাজ। হংকং-এর সিং ই দ্বীপে ৫ দিনের জন্য নোঙ্গর ফেলেছে লিয়াওনিং। এএফপি, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ