মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটে গত কয়েকদিন ধরে চলা সা¤প্রদায়িক উত্তেজনার মধ্যে পুলিশ ও স্থানীয়দের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর দিয়েছে সংবাদ মাধ্যম। এনডিটিভি জানায়, বসিরহাটে সোমবারের দাঙ্গায় ঘাড়ে মারাত্মক ছুরিকাঘাতে গুরুতর আহত কার্তিক ঘোষ (৬০) নামে এক ব্যক্তি গত বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে মারা যান। কার্তিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তিনি বিজেপির কর্মী ছিলেন দাবি করে পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা দিলিপ ঘোষ দলের সদস্যদের নিয়ে হাসপাতাল গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসর কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এক কিশোরের ফেইসবুক আইডি থেকে পবিত্র কাবাঘরের ফটোশপ করা একটি বিদ্রƒপাত্মক ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে ২৪ পরগণার বসিরহাট ও আশেপাশের এলাকায় সা¤প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ জানায়, বসিরহাট থেকে ২০ কিলোমিটার দূরে বাদুরিয়া এলাকায় প্রথম সংঘর্ষ শুরু হয়, যা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। বাদুরিয়ায় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, বোমা ছোড়ে এবং সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। মঙ্গলবার সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করলে নিরাপত্তা জোরদারে বুধবার ওই এলাকায় চারশ’ বিএসএফ সদস্য মোতায়েন করা হয়। ওই দিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও গত বৃহস্পতিবার কার্তিক ঘোষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এদিন বিভিন্ন জায়গায় হিন্দু স¤প্রদায়ের লোকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষুব্ধ জনতা বসিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে জানায়। সংঘর্ষে এখন পর্যন্ত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে কার্তিক ঘোষের নামও আছে, পরে যিনি হাসপাতালে মারা যান। বিজেপির দাবি, সোমবার ২৪ পরগণায় দুই হাজারের বেশি মুসলিমদের একটি দল স্থানীয় হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ বেছে বেছে হিন্দু স¤প্রদায়ের লোকদের বাড়িতেই তল্লাশি করছে বলেও অভিযোগ তাদের। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ওই এলাকার তৃণমূল এমপি (বিধায়ক) দিব্যেন্দু বিশ্বাসকে ডেকে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।